আইজিপি এ কে এম শহীদুল হক বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।
রবিবার সকালে রাজধানীর গুলিস্তানে পুলিশ হেডকোয়াটার্সে নির্বাচন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, ইউপি নির্বাচনে র্যাব, বিজিবি, আনসার ও পুলিশের এক লাখ ৮০ হাজার সদস্য মোতায়েন থাকবে।
তিনি বলেন, ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে। প্রার্থীরা গোলযোগ করলে তাদের প্রার্থিতা বাতিল করা হবে। যে কেন্দ্রে গোলযোগ হবে সেটি বাতিলও করা হবে।
আইজিপি বলেন, নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর থেকে রবিবার পর্যন্ত সারাদেশে ২০৮টি সহিংসতার ঘটনা ঘটেছে। এতে সাতজন মারা গেছেন, আহত হয়েছেন ৫৮০ জন। এসব ঘটনায় মামলা হয়েছে ১৪৩টি, থানায় সাধারণ ডায়েরি হয়েছে ৫৫টি ও গ্রেফতার করা হয়েছে ৯৫ জনকে।