হাওর বার্তা ডেস্কঃ ছোট পর্দায় খুব একটা বেশি দেখা যায় না ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববিকে। ক্যারিয়ারে হাতেগোনা কয়েকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। সর্বশেষ প্রায় দেড় বছর আগে এলিট মেহেদীর বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে দারুণ সাড়া ফেলেন তিনি। আবারও বিজ্ঞাপনে কাজ করলেন এই নায়িকা। সম্প্রতি আশুলিয়ার বিরুলিয়ার একটি শুটিং বাড়িতে তিনি ‘বেটার নীম গ্লিসারিন সোপ’-এর বিজ্ঞাপনে কাজ করেছেন। লতা হারবাল কোম্পানির ব্যানারে বিজ্ঞাপনটি তৈরি করছেন রেহমান খলিল।
নতুন বিজ্ঞাপন প্রসঙ্গে গণমাধ্যমকে ববি বলেন, ‘এমন কিছু কাজ থাকে, যা করার সময় বোঝা যায় ভালো নাকি মন্দ ফল আসবে! বিজ্ঞাপনটির শুটিং আয়োজন ও নির্মাণ-ভাবনা এবং আমার উপস্থিতি- সব কিছু মিলিয়ে এককথায় অসাধারণ। দুর্দান্ত একটি কাজ হচ্ছে। প্রচারের পর দর্শক বুঝতে পারবেন।’
তিনি আরো বলেন, ‘এই বিজ্ঞাপনটি পুরোপুরি গ্ল্যামারনির্ভর। অনেক দিন পর এ ধরনের কাজ করছি। শুটিং করে তৃপ্তি পাচ্ছি। বিজ্ঞাপনের মধ্যে মিষ্টি একটা গল্প আছে। যেহেতু এটি সাবানের বিজ্ঞাপন, তাই বিজ্ঞাপন সংশ্লিষ্টরা গ্ল্যামারাসভাবেই তুলে ধরছেন।’