বাংলাদেশের বিশাল জলসীমার সুরক্ষায় নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে যুক্ত হলো নতুন তিনটি যুদ্ধজাহাজ। বানৌজা ‘সমুদ্র অভিযান’ বানৌজা ‘স্বাধীনতা ও বানৌজা ‘প্রত্যয়’ নামের জাহাজ তিনটির কমিশনিং শেষ করে ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, দেশের সম্পদ ও বিশ্বশান্তি রক্ষায় ভূমিকা রাখবে এই তিন যুদ্ধজাহাজ।
শনিবার সকালে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় ঈশা খাঁ নৌ ঘাঁটিতে কমিশনিং অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাহাজের অধিনায়কদের হাতে কমিশনিং ফরমান তুলে দেন। এর মধ্যে দিয়ে যুদ্ধজাহাজ
তিনটি নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করল।
প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার নৌ বাহিনীকে শক্তিশালী করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। এই বাহিনীর উন্নয়নে যা যা করার, সবই করা হবে। আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে দেশকে গড়ে তুলি, যাতে বিশ্বসভায় বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে।
প্রধানমন্ত্রী বলেন, তিনটি নতুন যুদ্ধজাহাজ যুক্ত হওয়ার মধ্য দিয়ে দেশের নৌ বাহিনী আরো এক ধাপ এগিয়ে গেল। এ সব জাহাজের প্রয়োজন কেবল নৌ বাহিনীর নয়, সমগ্র জাতির জন্যই এগুলো কাজ করবে। নৌ বাহিনীর এই অগ্রযাত্রায় সহযোগিতার জন্য তিনি দেশবাসীকেও ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী বলেন, জাহাজ তিনটি নৌবাহিনীতে অন্তর্ভূক্তির ফলে দেশের বিশাল জলসীমার সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সমুদ্রে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, গভীর সমুদ্রে উদ্ধার তৎপরতা বৃদ্ধি, মৎস্য ও প্রাকৃতিক সম্পদক সংরক্ষণ, তেল-গ্যাস অনুসন্ধানের ব্লকসমূহে অধিকতর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সার্বিকভাবে দেশের ব্লু ইকোনমি উন্নয়নে সহায়ক হবে।
এর আগে সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে নেভাল একাডেমিতে এসে পৌঁছান। সেখান থেকে সকাল সাড়ে ১১টার দিকে তিনি নগরীর পতেঙ্গা এলাকায় ঈশা খাঁ নৌ ঘাঁটিতে কমিশনিং অনুষ্ঠানে যোগ দেন।