হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আটক জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলসহ ৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। ভাটারা থানায় এ মামলায় তাদের বিরুদ্ধে আদালতে ১০ দিনের রিমান্ড আবেদনের কথা জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ভাটারা থানার ওসি সাজেদুর রহমান ইত্তেফাক অনলাইনকে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। ইতোমধ্যে তাদের আদালতে পাঠানো হয়েছে। এ
আটককৃতরা হলেন- জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদ সদস্য ইজ্জত উল্লাহ, মোবারক হোসেন, আব্দুর রফ, ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত, জামায়াত কর্মী মনিরুল ইসলাম এবং আবুল কালাম। এ সময় কিছু উগ্রবাদী বই উদ্ধার করা হয়।
যে বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে ওই বাসার মালিক জামায়াতের কর্মী কি না এবং তিনি এ বৈঠকের বিষয়ে জানতেন কি না প্রশ্ন করা হলে মো. আসাদুজ্জামান বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল তারা প্রায়ই এ ধরনের বৈঠকে মিলিত হয়ে নাশকতামূলক কর্মকাণ্ড চালাতেন। এর আগে, যে নাশকতাগুলো হয়েছিল, এভাবেই তারা সেগুলোর পরিকল্পনা করেন।