হাওর বার্তা ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরা এলাকায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
রোববার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ভাটেরা ইউনিয়নের হোসেনপুর এলাকার বাসস্ট্যান্ডের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এখন পর্যন্ত তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।’
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে একটি মাইক্রোবাস ভাটেরা ইউনিয়নের হোসেনপুর এলাকার বাসস্ট্যান্ডের রেললাইন ক্রস করছিলো। এমন সময় ঢাকা থে