হাওর বার্তা ডেস্কঃ প্রকৃতির চিরন্তন নিয়মে পুরুষ ও নারী, দুই প্রজাতির প্রাণীর প্রজননের মাধ্যমে রক্ষা হয় বংশধারা। কিন্তু সম্প্রতি কোনো পুরুষ প্রজাতি ছাড়াই একটি হাঙরের জন্ম নেওয়ায় ধাঁধাঁয় পড়ে গেছেন বিজ্ঞানীরা।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির সার্ডিনিয়ার এই ঘটনা ঘটে। সেখানকার একটি ট্যাঙ্কে গত ১০ বছর ধরে শুধু দুইটি মেয়ে প্রজাতির হাঙর রয়েছে। ১০ বছরের মধ্যে সেখানে কোনো পুরুষ হাঙর ছিল বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই হঠাৎ করে সেখানে হাঙর জন্ম নেওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে বিজ্ঞানীদের কপালে।
নতুন জন্ম নেওয়া হাঙরও মেয়ে বলে ওই প্রতিবেদনে জানা গেছে। হাঙরটির নাম রাখা হয়েছে ইস্পারা। পার্থেনোজেনেসিস প্রজননের মাধ্যমে হাঙরটির জন্ম হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এটা একটি অযৌন প্রজনন প্রক্রিয়া যেখানে ডিম্বাণু শুক্রাণুর মাধ্যমে নিষিক্ত হওয়া ছাড়াই ভ্রূণে পরিণত হতে পারে।
আবার বাচ্চাটি মায়ের ক্লোন হতে পারে বলেও বিশেষজ্ঞরা ধারণা করছেন। এই ধারণা নিশ্চিত হওয়ার জন্য বাচ্চা আর বড় দুই হাঙরের ডিএনএন পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে ওই প্রতিবেদনে জানা গেছে।