ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবে কি না তা নিয়ে শংকার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
বুধবার বরিশাল সার্কিট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মেনন বলেন, জনগণ আশ্বস্ত হতে চায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা ভোট দিতে পারবেন কি না। কারণ ‘ভোট কেটে নেয়া হবে, কারও ভোট দিতে হবে না’- এ ধরনের প্রচারণা চলছে।
তাই দুভার্গ্যজনকভাবে আশংকা তৈরি হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ ভোটাররা ভোট দিতে পারবেন কি না।
তিনি বলেন, এই অবস্থায় আমরা স্লোগান তুলেছি ‘যার ভোট সে দেবে, লুটেরাদের রুখে দেবে’।
তিনি আরও বলেন, ওয়ার্কার্স পার্টি কোনো বড় দল নয়। সবখানে এর প্রার্থীও নেই। কিন্তু যে কয়েকটি স্থানে প্রার্থী দেয়া হয়েছে। সবগুলোতেই জয়ের সমুহ সম্ভাবনা রয়েছে। কিন্তু ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবে কি না তা নিয়ে শংকার সৃষ্টি হয়েছে।
মেনন বলেন, নির্বাচন সুষ্ঠু না হলে পরবর্তিতে আলোচনার মাধ্যমে কঠোর সিদ্ধান্ত নেয়া হবে।