প্রকল্পের কার্যপত্র থেকে জানা গেছে, প্রকল্পটি সমগ্র বাংলাদেশে বাস্তবায়ন করা হবে। এর বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২১ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত।
প্রকল্পের প্রধান কার্যক্রমসমূহ হচ্ছে:
(ক) নতুন ৩ হাজারটি বিটিএস সাইট তৈরি (রুম, টাওয়ার, লক ইত্যাদি)। নিজস্ব ৫০০ সাইট এবং টাওয়ার শেয়ারিং-২৫০০ সাইট।
(গ) বিদ্যমান ২০০টি মোবাইল বিটিএস প্রতিস্থাপনের মাধ্যমে সাইটগুলোর আধুনিকায়ন।
(ঘ) বিদ্যমান ১ হাজারটি ২জি/৩জি মোবাইল বিটিএস সাইটে ৪জি বিটিএস সংযোজন।
(চ) আইপি লংহল (জিবিপিএস ক্ষমতাসম্পন্ন) মাইক্রোওয়েভ লিংক স্থাপন।
(ছ) শর্টহল মাইক্রোওয়েভ লিংক স্থাপন।
(ঝ) কোর আইপি ব্যাকবোন নেটওয়ার্ক সম্প্রসারণ এবং
(ঞ) চার্জিং, বিলিং, ভ্যালু এডেড সার্ভিস ও অন্যান্য সাবসিস্টেম সম্প্রসারণ।
এ বিষয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের ভৌত ও অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মো. মামুন-আল-রশীদ বলেছেন, ‘প্রকল্পটি বাস্তবায়ন হলে গ্রামাঞ্চলের মানুষকে ৪জি প্রযুক্তির আধুনিক টেলিযোগাযোগ সেবার পাশাপাশি ৫জি প্রযুক্তির সেবা দেওয়া সম্ভব হবে।’