হাওর বার্তা ডেস্কঃ অপেক্ষার অবসান ঘটিয়ে বাজারে অবমুক্ত হলো স্মার্টফোন মটো জি-৪০ ফিউশান ও মটো জি-৬০। বাংলাদেশে মটোরোলা মোবাইলের ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা এই স্মার্টফোন দুটি বাজারজাত করছে। সেলেক্সট্রা এবং ই-কমার্স প্রতিষ্ঠান “কিউকম” সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে ফোন দুটি অবমুক্ত করেছে। বলা হচ্ছে, ক্রেতাদের বিপুল আগ্রহ ও চাহিদার প্রেক্ষিতে মটো জি-৪০ ফিউশান ও মটো জি-৬০ বাজারে আনা হয়েছে এবং এই ফোন দুটি শুধু “কিউকম” এর অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মো. রিপন মিয়া বলেন, বাংলাদেশের স্মার্টফোনপ্রেমীদের কাঙ্ক্ষিত স্মার্টফোন সেলেক্সট্রা লিমিটেডের সঙ্গে যৌথ প্রচেষ্টায় বাজারে আনতে পেরে আমরা আনন্দিত, ভবিষ্যতে মটোরোলার নতুন ফোনগুলো কিউকম-এ পাওয়া যাবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত, হেড অব প্রোডাক্ট সাইফুল ইসলাম, ডিজিটাল মার্কেটিং ও অনলাইন চ্যানেল সেলস ব্যবস্থাপক নাহিয়ান মাহমুদ, করপোরেট অ্যাফেয়ার্স ও কমিউনিকেশন ব্যবস্থাপক রাশেদুর রহমান প্রমুখ। সাকিব আরাফাত বলেন, স্মার্টফোন পছন্দের সিদ্ধান্তে ক্রেতারা এখন অনেক সচেতন। তারা ভালো মানের পণ্য চায়। মটোরোলা ফোন দেশের মানুষের হাতে পৌঁছে দিতে সেলেক্সট্রা লিমিটেড এবং ‘কিউকম’ একসঙ্গে কাজ শুরু করেছে এবং ভবিষ্যতে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে বিশ্বাস করি। মটো জি৬০ ফোনটিতে রয়েছে ৬.৮ ইঞ্চি ১২০ হার্টজ এর আইপিএস ডিসপ্লে, স্ন্যাপ ড্রাগন ৭৩২জি প্রসেসর, ১০৮ মেগা পিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৩২ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা, মটো জি ৬০-এর বাজার মূল্য ২৮ হাজার ৯৯৯ টাকা। মটো জি৪০ ফিউশান ফোনটি পাওয়া যাবে দুটি ভ্যারিয়েন্টে। ৪ জিবি র্যাম ৬৪ জিবি রম এবং ৬ জিবি র্যাম, ১২৮ জিবি রম। মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ৯৯৯ টাকা এবং ৬ জিবি র্যাম, ১২৮ জিবি রমের ফোনটি কিনতে পারবেন মাত্র ২৫ হাজার ৯৯৯ টাকায়।
সংবাদ শিরোনাম
মটো জি-৪০ ফিউশান ও জি-৬০
- Reporter Name
- আপডেট টাইম : ০২:৩৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
- ১৫৬ বার
Tag :
জনপ্রিয় সংবাদ