কিশোরগঞ্জে এক সপ্তাহে করোনায় ২৩ জনের মৃত্যু

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে গত এক সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে ২৩ জন মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ১২ জনের।

সোমবার (৯ আগস্ট) সকালে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, এখন করোনায় আক্রান্ত সক্রীয় রোগী রয়েছেন ৩ হাজার ১১০ জন। তাদের মধ্যে ৫৯ জন হাসপাতালে ও ৩০৫১ জন হোম আইসোলেশনে রয়েছেন। এর মধ্যে কিশোরগঞ্জ সদরে সর্বোচ্চ ৯২৩ জন, হোসেনপুরে ২৩০ জন, করিমগঞ্জে ৬৯ জন, তাড়াইলে ৪৬ জন, পাকুন্দিয়ায় ২৫৪ জন, কটিয়াদীতে ৫৩২ জন, কুলিয়ারচরে ৭০ জন, ভৈরবে ৬৩০ জন, নিকলীতে ৫০ জন, বাজিতপুরে ১৮২ জন, ইটনায় ৩০ জন, মিঠামইনে ৩৪ জন এবং অষ্টগ্রামে ৬০ জন রয়েছেন।

জেলায় মোট ১০ হাজার ৪৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়েছেন ৭ হাজার ১৪৭ জন। মারা গেছেন মোট ১৮২ জন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর