হাওর বার্তা ডেস্কঃ মোরগের ‘জার্সি জায়ান্ট’ প্রজাতির চেয়ে বড় কোনো মোরগের দেখা মেলে না পৃথিবীতে। দাঁড়ানো অবস্থায় এই মোরগ ২৬ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। একেকটির ওজন প্রায় ছয় থেকে নয় কেজি। এই প্রজাতির উদ্ভব ঘটানো হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। উনবিংশ শতকের শেষদিকে জন ও টমাস ব্ল্যাক নামে দুই ব্যক্তি বিশেষ উদ্দেশ্যে কৃত্রিম এ প্রজাতির উদ্ভব ঘটান। আকার ও ওজনের জন্য প্রজাতিটি শুরু থেকেই বেশ সাড়া ফেলে দেয়। নিজ রাজ্যের প্রতি সম্মাননা জানাতে মোরগের নামে জার্জি যুক্ত করা হয়। অডিটি সেন্ট্রাল।
সংবাদ শিরোনাম
মোরগের ওজন ৯ কেজি
- Reporter Name
- আপডেট টাইম : ১০:১৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১
- ১৬০ বার
Tag :
জনপ্রিয় সংবাদ