হাওর বার্তা ডেস্কঃ আরব সাগরে বৃহস্পতিবার রাতে একটি ইসরাইলি তেলবাহী জাহাজে ভয়াবহ হামলায় এর দুই নাবিক নিহত হয়েছেন।
এমভি মেরসেল স্ট্রিট নামের ওই ইসরাইলি জাহাজটি পরিচালনা করছে লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান জোডিয়াক ম্যারিটাইম। খবর বিবিসির।
জাহাজটির মালিক ইসরাইলি প্রতিষ্ঠান ইয়াল অফের। নিহত দুই নাবিকের একজন ব্রিটিশ এবং আরেক জন রোমানিয়ার নাগরিক।
ভয়াবহ এ হামলার জন্য ইসরাইল সরাসরি ইরানকে দায়ি করেছে। শুক্রবার ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রী ইয়াইর ল্যাপিড এক বিবৃতিতে বলেছেন, এটি ইরানের ‘সন্ত্রাসী হামলা’।
বিবৃতিতে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রী আরও বলেন, এ ব্যাপারে বিশ্ববাসীকে চুপ থাকলে চলবে না।তবে, এ নিয়ে এখন পর্যন্ত ইরান কোনো মন্তব্য করেনি।
ইসরাইলি জাহাজটি পরিচালনাকারী ব্রিটিশ প্রতিষ্ঠান জোডিয়াক ম্যারিটাইম জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ওমানের উত্তরপূর্ব দ্বীপ মাসিরাহতে এ হামলায় দুই নাবিক নিহত হয়েছেন।
এ বিষয়ে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে। হামলার ঘটনাস্থল ওমানের রাজধানী মাসকাট থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণপূর্বে।
ওমান উপকূলে এমন এক সময় ইসরাইলের জাহাজে হামলা হলো যখন-ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির চরম উত্তেজনা বিরাজ করছে।
৫ আগস্ট ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দায়িত্ব নিতে যাচ্ছেন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ বিশ্বশক্তির পরমাণু চুক্তি আলোচনা স্থগিত আছে।
এর আগে চলতি মাসের শুরুতে উত্তর ভারত মহাসাগরে ইসরাইলি মালিকানাধীন একটি কার্গো জাহাজে হামলা হয়। ওই হামলায় জাহাজটিতে আগুন ধরে যায়।
এসব হামলার জন্য ইসরাইল ইরানকে দায়ি করে থাকে। মধ্যপ্রাচ্যের কর্তৃত্ব নিয়ে দেশ দুটির মধ্যে ছায়াযুদ্ধ লেগেই থাকে।
গত এপ্রিলে ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে একটি রহস্যজনক বিস্ফোরণ ঘটে। একে নাশকতা বলে অভিহিত করে ইরান। এ হামলার জন্য তারা ইসরাইলকে দায়ী করে।
ইরান ও ইসরাইলের মধ্যকার দীর্ঘদিনের অঘোষিত ছায়াযুদ্ধ এখন একটি বিপজ্জনক মোড় নিয়েছে।