খবির উদ্দিন জানান, গত কয়েকদিন আগে তিনি করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হন। নমুনা পরীক্ষা করানো হলে তার করোনা পজিটিভ আসে। এরপর তিনি এত দিন চিকিৎসাধীন ছিলেন। সকালে বিশ্ববিদ্যালয়ে তার জানাযা শেষে মরদেহ তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে নিয়ে দাফন করা হয়।
ড. নজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে ২১ বছর যাবত শিক্ষকতা করে আসছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পাশে সেনওয়ালী এলাকায় বসবাস করতেন।