ড. গোলসান আরা বেগমঃ
বীরের বেশে ঘোড়ায় চড়ে
ওরে খোকা কোথায় যাও
গানের পাখী ময়না টিয়া
বন্ধু ভেবে সঙ্গে নাও।
দিন দুপুরে পুকুর পাড়ে
ফিঙ্গে পাখি গাইছে গান
ফুরুৎ ফুরুৎ উড়ে চড়ই
সারেগামা দেয় টান।
খোকা তুমি ফুল কুড়াও
ফুলের মালা গলায় দিয়ে
ইচ্ছে মতো নাচো গাও
গানে বাদ্যের তালে লয়ে।
খোকা তুমি রাজার রাজা
পাখীর রাজা টিয়া ঐ
ময়না বাজায় ঢাক ঢোল
খোকা নাচো তা তা থৈ।
ফুর্তি করো নাচো গাও
ঘুড়ি উড়াও উড়ে যাও
দৈত্য দানব যাদুর দেশে
বীর দাপটে রাজার বেশে।