রাষ্ট্রীয় সফরে রাশিয়া গেলেন নৌবাহিনী প্রধান

হাওর বার্তা ডেস্কঃ নেভাল প্যারেডে অংশ নিতে রাষ্ট্রীয় সফরে রাশিয়া গেলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল। রাশিয়ার নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিকলাই আনাতালেভিচ ইয়েভমেনভের আমন্ত্রণে শুক্রবার (২৩ জুলাই) রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌপ্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকায় আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, রাশিয়া সফরকালে নৌপ্রধান আগামী ২৫ জুলাই দেশটিতে অনুষ্ঠিতব্য নেভাল প্যারেডে অংশ নেবেন। ওই অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান বিভিন্ন দেশ থেকে আসা নৌবাহিনী প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে তিনি রাশিয়ার নৌসদর পরিদর্শনসহ দেশটির নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিকলাই আনাতালেভিচ ইয়েভমেনভ এবং উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এছাড়া নৌপ্রধান দেশটির নৌজাদুঘর ও ঐতিহাসিক স্থাপনাগুলো পরিদর্শন করবেন।

রাষ্ট্রীয় সফর শেষে আগামী ৩০ জুলাই নৌপ্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবালের দেশে ফেরার কথা রয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর