অবশেষে শেষ হচ্ছে মৌসুমী ও আনিসুর রহমান অভিনীত রাত্রীর যাত্রী ছবির শুটিং। নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ২৮ ফেব্র“য়ারি পুবাইলে ছবির শেষ দৃশ্যের শুটিং ধারণ করা হয়। এতে অংশ নেন মৌসুমী, আনিসুর রহমান মিলন, এটিএম শামসুজ্জামান ও রেবেকা। এখন ছবির সম্পাদনার কাজে হাত দেয়া হবে। এরই মধ্যে নাঈলা নাইম পারফর্ম করা ‘আমি সুন্দরী নারী’ শিরোনামের আইটেম গানটি দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে। এছাড়াও ছবির প্রচারণায় দেশের বিভিন্ন জেলায় ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছবির দর্শক ফোরামের বন্ধুরা এর প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। ছবিতে ‘কি যে করো ময়না’ শিরোনামে আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী আসিফ আকবর এবং লেমিস। ছবিতে আরও অভিনয় করছেন সালাহ উদ্দিন লাভলু, শহিদুল আলম সাচ্চু, অরুণা বিশ্বাস, মারজুক রাসেল, সোনিয়া হোসেন, শিমুল খান, আনান জামান, জিয়া তালুকদার, মুক্তা হাসান, সাদিয়া আফরিন প্রমুখ। গত বছরের ২০ অক্টোবর বিএফডিসিতে ছবির শুভ মহরত অনুষ্ঠিত হয়েছিল।
সংবাদ শিরোনাম
শুটিং শেষ হল রাত্রীর যাত্রী’র
- Reporter Name
- আপডেট টাইম : ১১:২৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০১৬
- ২৮৬ বার
Tag :
জনপ্রিয় সংবাদ