স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্রুপ চিফ অপারেটিং অফিসার (সিওও) ডরিস হোনল্ড এক সংক্ষিপ্ত সফরে এখন ঢাকায়। সফরকালে তিনি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকদের সঙ্গে বৈঠক করবেন। সফরে ডরিস হোনল্ডের সঙ্গে আছেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের রিটেইল ব্যাংকিংপ্রধান আলীশান জাইদি।
ডরিস ২০০৭ সালের মার্চে স্ট্যান্ডার্ড চার্টার্ডে যোগদান করেন। তার সফর প্রসঙ্গে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সিইও আবরার এ. আনোয়ার বলেন, ‘ডরিস হোনল্ডের মতো এমন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার আগমনে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের গ্রুপ ম্যানেজমেন্ট থেকে এমন প্রতিনিধির উপস্থিতি প্রমাণ করে সম্ভাবনাময় বাংলাদেশকে আরও শক্তিশালী করে তুলতে আমরা ক্রমাগত কাজ করে যাচ্ছি।’