হাওর বার্তা ডেস্কঃ বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে মারা গেছেন ৭ হাজার ৯৫৭ জন। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী শুক্রবার (২৫ জুন) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ভাইরাসটিতে বিশ্বজুড়ে প্রানহানী ঘটেছে ৩৯ লাখ ১৫ হাজার ৯৬২ জনের। শনাক্ত হয়েছে ১৮ কোটি ৭ লাখ ৬৫ হাজার ৭৪২ জন। ভাইরাসটি থেকে সুস্থ হয়েছে ১৬ কোটি ৫৪ লাখ ১২ হাজার ৯২৬ জন।
এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৫৭ লাখ ৬৪ হাজার ৩২৯ জন, রাশিয়ায় ৫৩ লাখ ৮৮ হাজার ৬৯৫ জন, যুক্তরাজ্যে ৪৬ লাখ ৮৪ হাজার ৫৭২ জন, ইতালিতে ৪২ লাখ ৫৫ হাজার ৭০০ জন, তুরস্কে ৫৩ লাখ ৯৩ হাজার ২৪৮ জন, স্পেনে ৩৭ লাখ ৭৭ হাজার ৫৩৯ জন, জার্মানিতে ৩৭ লাখ ৩৩ হাজার ৭৭ জন এবং মেক্সিকোতে ২৪ লাখ ৮৭ হাজার ৭৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১০ হাজার ৯০৬ জন, রাশিয়ায় এক লাখ ৩১ হাজার ৪৬৩ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৮ হাজার ৪৮ জন, ইতালিতে এক লাখ ২৭ হাজার ৩৬২ জন, তুরস্কে ৪৯ হাজার ৪১৭ জন, স্পেনে ৮০ হাজার ৭৬৬ জন, জার্মানিতে ৯১ হাজার ১৭৮ জন এবং মেক্সিকোতে ২ লাখ ৩১ হাজার ৮৪৭ জন মারা গেছেন।