হাওর বার্তা ডেস্কঃ লাতিন আমেরিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের শিরোপা কোপা আমেরিকা নিয়ে মাঠের বাইরে বিরাজ করছে একপ্রকার অস্থিরতা। বিশেষ করে আয়োজক দেশ হিসেবে করোনাভাইরাসে জর্জরিত ব্রাজিলের নাম ঘোষণা নিয়েই যত বিপত্তি। তবে সংগঠকদের এ সিদ্ধান্ত ছাপিয়ে সব দলই নিয়ে রাখছে নিজেদের প্রস্তুতি।
আগামী সোমবার বাংলাদেশ সময় ভোর তিনটায় মানে গারিঞ্চা স্টেডিয়ামে ভেনেজুয়েলার মুখোমুখি হবে স্বাগতিক দল ব্রাজিল। ‘বি’ গ্রুপে ব্রাজিলের অন্য প্রতিপক্ষ কলম্বিয়া, একুয়েডর ও পেরু।
কোপা আমেরিকার ব্রাজিল দল
গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), ওয়েভারটন (পালমেইরাস), এডারসন (ম্যানচেস্টার সিটি)
ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), এমারসন (রিয়াল বেটিস), ফেলিপে (অ্যাটলেটিকো মাদ্রিদ), আলেক্স সান্দ্রো (জুভেন্টাস), রেনান লোদি (অ্যাটলেটিকো মাদ্রিদ), এডের মিলিটাও (রিয়াল মাদ্রিদ), থিয়াগো সিলভা (চেলসি), মার্কুইনহোস (পিএসজি)
ফরোয়ার্ড: এভারটন (বেনফিকা), রবার্তো ফিরমিনো (লিভারপুল), গ্যাব্রিয়েল বারবোসা (ফ্ল্যামেঙ্গো), গ্যাব্রিয়েল হেসুস (ম্যানচেস্টার সিটি), নেইমার (পিএসজি), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রিচার্লিসন (এভারটন)