হাওর বার্তা ডেস্কঃ করোনার প্রকোপে দিশেহারা ভারত। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যু বেড়েই চলেছে। ধস নেমেছে দেশটির চিকিৎসা ব্যবস্থায়। একদিকে হাসপাতালের সংকট অন্যদিকে অতি মূল্যবান অক্সিজেন সংকট। অক্সিজেন সংকটের কারণেই মূলত মৃত্যু বাড়ছে।
মৃত্যুর তালিকায় যোগ হচ্ছে ধনী গরিব সকলেই। এবার সয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিবারে হানা দিয়েছে করোনা। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোদির চাচী নর্মদাবেন। (২৭ এপ্রিল) গুজরাটের আহমেদাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।
গণমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, মৃত্যুকালে মোদির চাচী নর্মদাবেনের বয়স হয়েছিল ৮০ বছর। ১০ দিন আগে নর্মদাবেনকে আহমেদাবাদের সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
নরেন্দ্র মোদির ছোট ভাই প্রহ্নাদ মোদি জানান, আমাদের কাকিমা নর্মদাবেন মোদিকে ১০ দিন আগে সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। করোনাভাইরাস সংক্রমণের জন্য তার অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করি। আজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।