তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছেন, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর আওতায় বাতিলকৃত ‘দ্য নিউজ পেপার ইমপ্লয়িজ (কনডিশনস অফ সার্ভিস) অ্যাক্ট, ১৯৭৪ যুগোপযোগী করে ‘গণমাধ্যম কর্মী (চাকুরির শর্তাবলী) আইন, ২০১৫’ শিরোনামে পুনঃপ্রবর্তনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে করে সাংবাদিক সমাজের দীর্ঘদিনের দাবি পূরণ সম্ভব হবে।
বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে টেবিলে উত্থাপিত সংরক্ষিত মহিলা সদস্য বেগম উম্মে রাজিয়া কাজলের টেবিলে উত্থাপিত প্রশ্নের লিখিত জবাবে তিনি আরও জানান, সাংবাদিকদের বিরুদ্ধে মানহানি মামলার ক্ষেত্রে ‘গ্রেফতারি পরোয়ানা’র পরিবর্তে ‘সমন’ জারির বিধান রেখে আইন সংশোধন করা হয়েছে।
তথ্যমন্ত্রী আরও জানান, বর্তমান সরকারের বিগত ৭ বছর মেয়াদে ৭১৬টি পত্রিকার নিবন্ধন প্রদান করা হয়েছে। বর্তমানে দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈ-মাসিক ও ষান্মাষিক পত্রিকার সংখ্যা ২ হাজার ৮৩৬টি।