হাওর বার্তা ডেস্কঃ স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
তিন পেসার নিয়ে খেলতে নেমেছে টাইগাররা। দলে রয়েছেন তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও আবু জায়েদ রাহি। দলে জায়গা হয়নি তরুণ বাঁহাতি পেস বোলার শরিফুল ইসলামের। তাইজুল ইসলাম ও মেহিদি হাসান মিরাজরা রয়েছেন স্পিনার হিসেবে।