হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের আইটি বিপর্যয়ে পরায় বন্ধ থাকার পাঁচদিন পর বাংলাদেশ ব্যাংকের অধীনে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেন চালু হয়েছে। আজ থেকে আন্তঃব্যাংক চেক লেনদেন পুরোপুরি চালু।
রোববার (১৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আন্তঃব্যাংক লেনদেন গত বৃহস্পতিবার কিছু সময় চালু থাকলেও পরে তা বন্থ হয়ে যায়। এখন ব্যাংকগুলো সব ধরনের লেনদেন সম্পন্ন করতে পারছেন।
এর আগে বাংলাদেশ ব্যাংকের আইটি বিপর্যয়ের কারণে ১৩ এপ্রিল বন্ধ হয়ে যায় আন্তঃব্যাংক চেক লেনদেন সেবা। এতে বন্ধ ছিল বাংলাদেশ অটোমেটেড চেক ক্লিয়ারিং হাউজ (বিএসিএইচ), বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের দুটি ডাটা সেন্টারের মধ্যে সংযোগকারী ফাইবার অপটিক্যাল কেবল বিচ্ছিন্ন হওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছিল।