হাওর বার্তা ডেস্কঃ সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি স্থিরচিত্র ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, একজন বৃদ্ধা তার স্ত্রীকে কোলে শুইয়ে রেখেছেন। মনে হচ্ছে হাসপাতালের কোন কাউন্টারের সামনে অপেক্ষারত ছিলেন।
ছবিটি কীভাবে ফেসবুকে ভাইরাল হয়েছে- সেটার বিষয়ে জানা যায়নি। তবে ভাইরাল হওয়া ছবিটির কমেন্ট বক্সে ঢুঁ মারলেই চোখে পড়ছে ইতিবাচক সব মন্তব্য।
ইয়াসিন আলী নামে একজন ছবিটি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, দুর্মূল্যের বাজারে প্রকৃত ভালোবাসা এটাই।
নিলুফা খানম নামে একজন লিখেছেন, ভালোবাসা সবসময় রঙিন। সেই তো প্রকৃত প্রেমিক যে জীবনের শেষ সময়েও হাত ছাড়ে না।
নকিব ইয়াহিয়া নামে একজন লিখেছেন, ভালোবাসা আল্লাহর দান-নেয়ামত। এভাবেই সারাজীবন থাকুক।
নাজমুল হোসেন নামে একজন লিখেছেন, হাসপাতালে ডাক্তারের জন্য অপেক্ষা করতেছিলাম। হঠাৎ এত সুন্দর দৃশ্য দেখে মুগ্ধ হয়ে ফ্রেমবন্দি করে ফেললাম। ভেবেছি, জীবনে এত সুন্দর দৃশ্য দেখার সৌভাগ্য আর হবে কি না? নিজের বউকে হাজার হাজার মানুষের সামনে ধরা, যত্ন কিংবা তাকে সাহায্য করাটা কোন লজ্জা অথবা দোষের কিছু না। আমাদের দেশের অনেক পুরুষ মানুষ নিজের বউয়ের পাশে নিজের পরিবার ,আত্মীয়-স্বজনের সামনে বসে না, ঠিকমতো কথাও বলে না।
তিনি আরো লিখেন, বিশ্বাস করেন এই ছবির মুরুব্বি মহিলা যিনি, তিনি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী এবং শক্তিশালী মহিলা। কী শান্তিতে ঘুমাচ্ছেন নিজের স্বামীর বুকে। যে ভালবাসে সে অসুস্থতার সময়, খারাপ সময়, ভালো সময়সব সময় ভালবাসে। সবার সামনে আগলে রাখে।