পুলিশের ২৭ জন কর্মকর্তাকে অতিরিক্ত উপমহাপরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রনালয় থেকে জারিকৃত এক আদেশ এ তথ্য জানানো হয়।
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা হলেন- টুরিস্ট পুলিশ সুপার একে এম আওলাদ হোসেন, সিএমপির উপ-পুলিশ কমিশনার মাসুদ উল হাসান, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা, পুলিশ সদর দপ্তরের এআইাজি মো. নজরুল ইসলাম, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার মো. সায়েদুর রহমান, সাবেক সিএমপি উপ-পুলিশ কমিশনার, বর্তমানে ভোলা জেলা পুলিশসুপারে বদলির আদেশপ্রাপ্ত কুসুম দেওয়ান, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার বশির আহমদ, ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন, চট্রগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার।
নারায়নগঞ্জের পুলিশ সুপার খঃ মহিদ উদ্দিন, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মফিজ উদ্দিন আহমেদ, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল বাতেন, ডিএমপির উপ-পুলিশ কমিশনার ইমতিয়াজ আহমেদ, ডিএমপির উপ-পুলিশ কমিশনার আতাউল কিবরিয়া, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মাইনুল হাসান, পুলিশ সদর দপ্তরের এআইজি মো. আবু কালাম সিদ্দিক।
রাজশাহী জেলা পুলিশ সুপার নিশারুল আরিফ, সাতক্ষীরা জেলা পুলশ সুপার চৌধূরী মঞ্জুরুল কবির, খুলনা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, রংপুর জেলা পুলিশ সুপার মো. আব্দুর রাজ্জাক, পুলিশ সদর দপ্তরের এআইজি ড. শোয়েব রিয়াজ আলম, পুলিশ সদর দপ্তরের এআইজি মো. রেজাউল করিম, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. কাইয়ুমুজ্জমান খান, পুলিশ সদর দপ্তরের এআইজি মো. আমিনুল ইসলাম, টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সালেহ্ মোহাম্মদ তানভীর, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল কুদ্দুছ আমিন।