হাওর বার্তা ডেস্কঃ দেশের বিভিন্ন এলাকায় ঠান্ডা বাতাসের সঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, ২৪ ঘণ্টার পূর্ব আভাসে ঠাণ্ডা বাতাসের সঙ্গে বৃষ্টি হবার সম্ভবনা আছে। এতে চৈত্র মাসের দাবদাহ ক্রমেই কমতে থাকবে।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে কিছুদিন তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি পর্যন্ত উঠেছে তবে বৃহস্পতিবার ৩৮ ডিগ্রির নিচে ছিল। এছাড়া বৃষ্টি হবার সম্ভাবনা আছে ২৮ তারিখের পর থেকে। এখনকার বৃষ্টি মানেই সঙ্গে ঝড় হবেই। তবে বৃষ্টিপাত কোথাও স্থায়ী হবে না। দুই-এক ঘণ্টা ঝড়ো-হাওয়াসহ বৃষ্টিপাতের পর আকাশ পরিষ্কার হয়ে যাবে।
তবে শুক্রবার ঠাণ্ডা বাতাসের সঙ্গে বৃষ্টির সম্ভবানা রয়েছে দেশের খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, রাঙামাটি, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, নীলফামারী ও সিলেট অঞ্চলগুলোতে।