মতিঝিলের আদমজি কোট ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

হাওর বার্তা ডেস্কঃ রাজধানী মতিঝিলের আদমজি কোট ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।

সোমবার (২২ মার্চ) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন লাগে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরে ডিউটি অফিসার লিমা খানম রাইজিংবিডিকে বলেন, ভবনের ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। পাশের ভবনে আগুন যাতে ছড়িয়ে না পারে সে চেষ্টা চলছে। ফায়ার সার্ভিসের সঙ্গে স্থানীয় স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এই ভবনের বিভিন্ন ফ্লোরে সরকারি-বেসরকারি মিলে প্রায় ১৩টি অফিস রয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর