আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে তার ওপর ১৮ বার হামলা হয়েছিল। খালেদা জিয়া ও তারেক রহমান তাকে হত্যার উদ্দেশে ২১ আগস্ট গ্রেনেড হামলা করেন। তারপরেও তিনি বঙ্গবন্ধুর হত্যাকারী ও যুদ্ধাপরাধীদের বিচারকাজ থেকে সরেননি, এই দুটি বিচার করে তিনি বাংলার মানুষকে কলঙ্কমুক্ত করেছেন। পাকিস্তানি যুদ্ধাপরাধীদেরও বিচার হবে। শেখ হাসিনা ভাঙবেন, তবুও মচকাবেন না।’
মঙ্গলবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।
শেখ সেলিম বলেন, ‘খালেদা জিয়া কিছুদিন আগে বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষ করেছেন। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছে, তা প্রতিষ্ঠিত সত্য। এটা অস্বীকার করে খালেদা জিয়া পাকিস্তানের পক্ষ নিয়েছেন। খালেদা জিয়া বাংলাদেশে বসবাস করলেও আসলে তিনি মনে-প্রাণে পাকিস্তানি, তিনি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। ২০১৫ সালের ৫ জানুয়ারি থেকে অবরোধের নামে তিনি বহু মানুষকে হতাহত করা ছাড়াও দেশের ১ লাখ ২০ হাজার কোটি টাকার ক্ষতি করেছেন। তিনি মানবতাবিরোধী অপরাধ করেছেন। এই অপরাধে ট্রাইব্যুনালে তার বিচার হতে হবে। যিনি বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিতে পারেন, তার সঙ্গে কোনো আলোচনা হতে পারে না।’
সংবাদ শিরোনাম
শেখ হাসিনা ভাঙবেন মচকাবেন না: শেখ সেলিম
- Reporter Name
- আপডেট টাইম : ০৯:২০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৬
- ২৯৪ বার
Tag :
জনপ্রিয় সংবাদ