হাওর বার্তা ডেস্কঃ সময়টা এখন তাপদাহের দিকেই যাচ্ছে। চলতি সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে।
আবহাওয়ার পূর্ভাবাসে আরও বলা হয়েছে, রোববার আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় ঢাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার।
সোমবার নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। বুধবার নাগাদ তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।
বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।