চট্টগ্রামে গাছকাটা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল যুবকের

হাওর বার্তা ডেস্কঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় গাছকাটা নিয়ে সংঘর্ষে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম ছাবের আহমদ (৪৪)।

ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন থেকে শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

নিহত ছাবের আহমদ উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৬নং খন্দকারপাড়া এলাকার প্রয়াত আব্দুল মাবুদের ছেলে।

এদিকে রাত ৮টার দিকে পুলিশ অভিযান চালিয়ে দেলোয়ারের ছেলে মো. হাসানকে গ্রেফতার করেছে।

স্থানীয়রা জানান, উপজেলার পুকুরিয়া ইউনিয়নের খন্দকারপাড়ার নিজ বাড়িভিটার সীমানার জায়গা নিয়ে বিরোধ ছিল তার চাচাতো ভাই মো. দেলোয়ারের সঙ্গে।

গত বৃহস্পতিবার রাতে সীমানার গাছ ও মাটিকাটার সময় ছাবের আহমদের সঙ্গে তার চাচাতো ভাই দেলোয়ারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষ হয়।

ঘটনাস্থলে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন ছাবের আহমদ। প্রথমে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ  হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে হস্তান্তর করা হয়।

সেখানে চিকিৎসাধীন থেকে শুক্রবার বিকালে তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে এ ঘটনায় নিহতের স্ত্রী আমেনা খাতুন বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে বাঁশখালী থানায় মামলা দায়ের করেছের। রাত ৮টার দিকে পুলিশ অভিযান চালিয়ে দেলোয়ারের ছেলে মো. হাসানকে গ্রেফতার করে।

এ ব্যাপারে বাঁশখালী থানার ওসি মোহাম্মদ সফিউল কবীর বলেন, বাঁশখালী উপজেলা পুকুরিয়া ইউনিয়নে সীমানার গাছকাটা নিয়ে সংঘর্ষের ঘটনায় ছাবের আহমেদ নামে একজনের মাথায় প্রচণ্ড আঘাত পান।

পরে তিনি চিকিৎসাধীন থেকে হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর