থামছে না সিরাজগঞ্জে শিশু চুরির ঘটনা

হাওর বার্তা ডেস্কঃ সিরাজগঞ্জে আবারও এক শিশু চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে গত ২০ দিনে ৪ শিশু চুরির ঘটনা ঘটলো।

শিশুটি সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের কদমপাল গ্রামের সুলতান-নারগীস দম্পতির আড়াই মাস বয়সী মেয়ে ছোয়া মনি। রবিবার (১৪ মার্চ) সকালে চুরি যাওয়ার পরে দুপুর ১টার দিকে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজার এলাকায় হতে শিশুকে উদ্ধার করে পুলিশ।

শিশু চুরি ঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, হারিয়ে যাওয়া শিশুটির মায়ের পরপর তিনটি মেয়ে হওয়ায় পারিবারিক অশান্তি চলছিল। তিনি তার বোনকে শিশুটি দত্তক দেন। কিন্তু বিষয়টি তার স্বামী না জানায় পুলিশের কাছে অভিযোগ করেন।

পরে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ শিশুটির বাবা, মা, খালা ও নানাকে আটক করে হেফাজতে নিয়েছে।

গত ৬ মার্চ কামারখন্দ উপজেলার বারাকান্দি গ্রাম থেকে আলিফ নামের ২৩ দিন বয়সী আরও একটি শিশু চুরির পাঁচ ঘণ্টা পর উদ্ধার করে পুলিশ।

গত ২৭ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের হাটিকুমরুল সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতাল থেকে সদ্যোজাত শিশু সামিউল চুরি হয়।

এই ঘটনার চার দিন আগে গত ২৩ ফেব্রুযারি সিরাজগঞ্জের ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল থেকে ২৩ দিনের মাহিম নামে এক শিশু চুরি হয়।

ওই রাতেই (২৭ ফেব্রুয়ারি) জেলার সলঙ্গা থানার আলোকদিয়া গ্রামের এক বাড়ি থেকে সামিউলকে জীবিত ও মাহিমকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। আটক করা হয় দুই ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে।

শিশু চুরির বিষয়ে পুলিশ বলছে, এসব শিশু চুরির ঘটনায় নিঃসন্তান মায়েরাই জড়িত।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর