হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ প্রেস কাবের সদস্য সচিব মনোয়ার হোসাইন রনি বলেছেন মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়নের জন্যই কিশোরগঞ্জ প্রেস ক্লাব খুলে দিতে হবে। আন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত কিশোরগঞ্জ প্রেস ক্লাবের বাইরে রাস্তায় আলোচনা সভায় এ মন্তব্য করেন। আদালতের আদেশে কে কৌশলে অন্য দিকে প্রবাহিত করা যাবে না। বিদায়ী জেলা প্রশাসক সারোয়ার মোর্শেদ চৌধুরী এক উদ্ভোধ পরিস্থিতিতে কিশোরগঞ্জ প্রেস কাবে তালা লাগিয়ে দেয়। এখন পর্যন্ত কোন সুরাহা না হওয়ায় সাংবাদিক ক্ষোভ প্রকাশ করেন।
ইনশাআল্লাহ বর্তমান জেলা প্রশাসক কিশোরগঞ্জ প্রেস ক্লাব ্এর ও সাংবাদিকদের বিষয়ে আন্তরিক। তিনি এ বিষয়ে মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়নে জোর পদক্ষেপ নেবেন বলে সাংবাদিকরা দাবি জানান। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন , আহবায়ক কমিটির সদস্য এ্যাড. নজরুল ইসলাম নূরু, শেখ মাসুদ ইকবাল, শুভ আল মাহমুদ সহ অন্যরা বক্তব্য রাখেন। বক্তারা মনোয়ার হোসাইন রনী উপর ডিজিটাল আইনে মিথ্যা মামলা অবিলম্বে প্রতাহারের দাবি জানান। আলোচনা সভা শেষে আহবায়ক লুৎফুর রশিদ রানার সুস্থতা কামনায় দোয়া করা হয়।