যে ১০ চলচ্চিত্র আয় করবে ১৫০০ কোটি রুপি

হাওর বার্তা ডেস্কঃ গত বছর করোনা সংকটের কারণে মুখ থুবড়ে পড়েছিল গোটা বিশ্বের বাণিজ্য। মোটা অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়ে বলিউডসহ বিশ্বের অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রি। তবে এবার আশার আলোর কথা শোনালেন চলচ্চিত্র বোদ্ধারা। বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ বলছেন—‘আগামী কয়েক মাসে বলিউডের ১০টি চলচ্চিত্র প্রায় আয় করবে ১৫ শত কোটি রুপি।’

কিছুদিন আগে ১০০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খোলার অনুমতি দিয়েছে ভারত সরকার। তাই একাধিক চলচ্চিত্র মুক্তির দিনক্ষণও চূড়ান্ত করেছে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। দীর্ঘ ১১ মাস পর মুক্তি পেতে যাচ্ছে যশরাজ, টি-সিরিজ, জ্যাকি ভগনাণী, দীনেশ বিজান, ধর্ম প্রোডাকশনস, রিলায়েন্স এন্টারটেইনমেন্ট এবং আনন্দ এল রাইয়ের ১০টি চলচ্চিত্র। বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ যে ১০টি চলচ্চিত্র নিয়ে আশা ব্যক্ত করেছেন তা হলো—

আগামী ২৮ মে মুক্তি পাবে অক্ষয় কুমার, বাণী কাপুর, হুমা কুরেশি, লারা দত্ত, রঞ্জিত তিওয়ারি অভিনীত ‘বেল বুটম’ সিনেমা। রঞ্জিত তিওয়ারি পরিচালিত এ সিনেমা প্রযোজনা করছে পূজা এন্টারটেইনমেন্ট। ৪ জুন মুক্তি পাবে রণবীর সিং-দীপিকা পাড়ুকোন অভিনীত ‘৮৩’ সিনেমাটি। কবীর খান পরিচালিত এ সিনেমা প্রযোজনা করছে রিলায়েন্স এন্টারটেইনমেন্ট ও ফ্যান্টম ফিল্মস। ১৮ জুন মুক্তি পাবে অমিতাভ বচ্চন অভিনীত ‘ঝন্ডু’। পরিচালনা করছেন নাগরাজ মঞ্জুলে। প্রযোজনায় রয়েছে টি-সিরিজ।

আগামী ২৫ জুন মুক্তি পাবে ‘শামশের’। এতে অভিনয় করেছেন রণবীর কাপুর, বাণী কাপুর, সঞ্জয় দত্ত প্রমুখ। এটি পরিচালনা করছেন করণ মালহোত্রা। প্রযোজনায় আদিত্য চোপড়ার যশরাজ ফিল্মস। ৯ জুলাই মুক্তি পাবে আয়ুষ্মান খুরানা, বাণী কাপুর অভিনীত ‘চণ্ডীগড় করে আশিকী’ সিনেমাটি। পরিচালনা করছেন অভিষেক কাপুর। প্রযোজনায় টি-সিরিজ। ৬ আগস্ট মুক্তি পাবে অক্ষয় কুমার, সারা আলী খান, ধানুশ অভিনীত ‘আতরঙ্গী রে’ সিনেমা। প্রযোজনায় রয়েছে টি-সিরিজ, কালার ইয়েলো প্রোডাকশন, কেপ অব গুল ফিল্মস।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর