পিরোজপুরের মঠবাড়িয়ায় এক কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার সকালে উপজেলার সাপলেজা ইউনিয়নের দক্ষিণ খেতাচিড়া এলাকার একটি ধানক্ষেত থেকে মেয়েটির মৃতদেহ উদ্ধার করা হয়। একই ইউনিয়নের উত্তর খেতাচিড়া গ্রামের বাসিন্দা ওই মেয়েটি সাপলেজা শাহাদাৎ হোসেন মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মেয়েটি পাশ্ববর্তী গ্রামে বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। মঙ্গলবার ভোর ৬টার দিকে সেখান থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ধর্ষণের পর মাথায় আঘাত করে হত্যার পর ফেলে যায়।’
তিনি আরও জানান, পরে নিহতের বড় বোন একই পথ দিয়ে যাওয়ার সময় ধানক্ষেতে লাশটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করে।
সংবাদ শিরোনাম
মঠবাড়িয়ায় কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
- Reporter Name
- আপডেট টাইম : ০৯:৪১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০১৬
- ৩৩৯ বার
Tag :
জনপ্রিয় সংবাদ