সৌদির ‘বিপক্ষে’ বাইডেন প্রশাসনের আরেক সিদ্ধান্ত

হাওর বার্তা ডেস্কঃ সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় ইয়েমেনের হুথি গোষ্ঠী প্রায়শই হামলা চালিয়েছে আসছে। বিদায় নেওয়ার শেষ মুহূর্তে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই গোষ্ঠীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা দেয়। তবে ক্ষমতা গ্রহণের দুই সপ্তাহ যেতে না যেতেই সেই স্বীকৃতি প্রত্যাহার করতে চলেছেন মার্কিন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন পররাষ্ট্র বিভাগের এক কর্মকর্তা জানান, শুক্রবার কংগ্রেসে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ইয়েমেনি হুথিদের সন্ত্রাসী স্বীকৃতি প্রত্যাহারের পরিকল্পনার কথা জানিয়েছেন।

ওই কর্মকর্তা বলেন, আমাদের পদক্ষেপ পুরোটাই মানবিক পরিস্থিতির জন্য। জাতিসংঘসহ মানবিক সংস্থাগুলো স্পষ্ট বলেছিল যে, আগের প্রশাসনের শেষ মুহূর্তের ওই স্বীকৃতিতে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট আরো ত্বরান্বিত হবে।

এক বিবৃতিতে ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মরফি এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

এর আগে বাইডেন বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন করে গিয়ে ঘোষণা দিয়েছেন, ইয়েমেনের ওপর সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের ভয়াবহ আগ্রাসনের প্রতি সহযোগিতা বন্ধ হচ্ছে তার প্রশাসনের।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর