হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর কলাবাগানে ‘ও’ লেভেল শিক্ষার্থী আনুশকা আমীনকে ধর্ষণের পর হত্যার অভিযোগে করা মামলায় আসামি ফারদিন ইফতেফার দিহানের তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ১১ ফেব্রুয়ারিতে ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরার আদালত নতুন এ দিন ধার্য করেন।
এদিন মামলাটির প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা কলাবাগান থানার পুলিশ পরিদর্শক আ ফ ম আসাদুজ্জামান প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।
এর আগে ৮ জানুয়ারি আদালত মামলার এজাহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৬ জানুয়ারি দিন ধার্য করেন।
এদিকে গত ১৩ জানুয়ারি তদন্তকারী কর্মকর্তা কলাবাগান থানার পুলিশ পরিদর্শক আ ফ ম আসাদুজ্জামানের আবেদনের পরিপ্রেক্ষিতে ফারদিন ইফতেফার দিহানের যৌনবর্ধক ওষুধ ও মাদক সেবন করেছে কি-না তা পরীক্ষা করার নির্দেশ দেন আদালত।
এরপর গত ১০ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরার আদালত ফারদিন ইফতেখার দিহানের ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন। পরদিন গত ১১ জানুয়ারি দিহানের বাসার দারোয়ান দুলাল মিয়া সাক্ষী হিসাবে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদের আদালতে জবানবন্দি দেন।
তারও আগে ৮ জানুয়ারি আসামি দিহান স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় মামলার তদন্তকারী কর্মকর্তা কলাবাগান থানার পুলিশ পরিদর্শক আ ফ এম আসাদুজ্জামান আসামি দিহানের ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। এরপর ঢাকা মহানগর হাকিম মো. মামুনুর রশিদের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাজধানীর কলাবাগানের ডলফিন গলির বাসায় আনুশকা ধর্ষণ ও হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীর বাবা।ইফতেখার ফারদিন দিহানকে একমাত্র আসামি করে ওইদিন রাতে আনুশকার বাবা মো. আল-আমিন বাদী হয়ে কলাবাগান থানায় মামলা দায়ের করেন। এরপর কলাবাগান থানার পুলিশ আটক দিহানকে এ মামলায় গ্রেফতার দেখায়।