হাওর বার্তা ডেস্কঃ শীতের হিমেল হাওয়ায় হাজার মাইল দূর থেকে উড়ে আসা হাজারো অতিথি পাখির কলকাকলিতে মুখর এখন নওগাঁর মহাদেবপুরের আত্রাই নদী। ডানা মেলে আকাশে উড়াউড়ি, কখনো নদীর স্বচ্ছ পানিতে জলকেলিতে চারদিক মাতিয়ে রাখছে অতিথি পাখির দল। বিশেষ করে রাঙা ময়ূরি আর বালিহাঁসের দিনভর খুনসুটিতে আত্রাই নদীর তীরে সৃষ্টি হয়েছে এক নান্দনিক পরিবেশ।
এসব পাখি রক্ষায় রোববার আয়োজন করা হয় সচেতনমূলক কর্মসূচি মেলা। দূর-দূরান্তের দর্শনার্থীদের জন্য আয়োজন করা হয় সচেতনতামূলক এ পাখি মেলা।
পানকৌড়ি, বালিহাঁস, রাঙা ময়ূরি, ছোট স্বরালী ও নানা রকম অতিথি পাখির দেখা মিলেছে এ নদীতে। আর পাখির জলকেলি ডানা ঝাপটানোর মনোরম দৃশ্য দেখতে আসছেন অনেকেই। অতিথি পাখিদের নিরাপদে বিচরণের জন্য নদীতে নেয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ। আর এসব পাখি রক্ষায় কাজ করছেন একদল স্বেচ্ছাসেবী তরুণ।
পাখির অবাধ বিচরণ নিশ্চিতে পাখি মেলাসহ সচেতনতা বাড়াতে কাজ করছে বন্যপ্রাণী অধিদফতর।
রাজশাহীর বন্যজীবন ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম বলেন, পাখি প্রাকৃতিক সম্পদ। এটা রক্ষা করার দায়িত্ব সবার। চলতি শীত মৌসুমে অন্তত ১০ প্রজাতির কয়েক লাখ অতিথি পাখি এসেছে আত্রাই নদীতে।