হাওর বার্তা ডেস্কঃ ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নৌ দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিটিসি -এর ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে কুয়াশায় তীব্রতা বেড়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। কুয়াশার মাত্রা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। বর্তমানে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক মিলে প্রায় তিন শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় রয়েছে।
শীত ও কুয়াশার কারণে আটকে থাকা যানবাহনের যাত্রী ও চালকেরা দুর্ভোগ পোহাচ্ছেন।