বিজয় দাস নেত্রকোনাঃ সারাদেশের ন্যায় মুজিববর্ষ উপলক্ষে নেত্রকোণা সদর উপজেলার ৪৩টি ভূমি ও গৃহহীন পরিবারের হাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপহারস্বরূপ পাকা বাড়ির চাবি তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাকা ঘরের চাবি তুলে দেওয়া হয়।
নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. এরশাদুল আহমেদ এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. তফসির উদ্দিন খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, সদর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আইয়ুব আলী খান সহ সদর উপজেলার ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।