বিজয় দাস নেত্রকোনাঃ নেত্রকোনার সীমান্তে দুর্গাপুরে পৌরশহরের ভিতর দিয়ে সব ধরনের ভিজাবালু বহনকারী যানবাহন বন্ধে মানববন্ধন করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি দুর্গাপুর উপজেলা শাখা।
শনিবার বিকেলে ঘন্টাব্যাপী প্রেসক্লাব মোড়ে সর্বস্তরের অংশগ্রহনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে সিপিবি উপজেলা শাখার সাধারন সম্পাদক রুপক সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় নেতা কমরেড ডা. দিবালোক সিংহ, সিপিবি মনোনীত মেয়র প্রার্থী কমরেড শামছুল আলম খান, সিপিবি উপজেলা শাখার সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর সহ ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, কৃষক সমিতি ও ক্ষেত মজুর সমিতির নেতাকর্মীগন।
বক্তারা বলেন, উপজেলা প্রশাসন সাধারণ জনগনের সাথে টালবাহানা শুরু করেছে। তারা বার বার প্রতিশ্রতি দেওয়ার পরেও শহরের ভিতর দিয়ে বালুবাহী ট্রাক চলাচল করে পরিবেশ নষ্ট করছে।