সেই রোহিঙ্গাদের বাংলাদেশি হিসেবেই দেখছে সৌদি

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যেসব রোহিঙ্গা সৌদি আরবে আছে, তাদেরকে বাংলাদেশি বৈধ নাগরিক হিসেবেই দেখছে সৌদি সরকার।

কিং সালমান রিলিফ সেন্টার থেকে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী ও স্বাগতিক সম্প্রদায়ের জন্য ৩০ হাজার খাদ্য ঝুড়ি বিতরণ প্রকল্প বাস্তবায়ন অনুষ্ঠানে এসব কথা বলেন সৌদি রাষ্ট্রদূত এসসা ইউসেফ আল দুলাইহান।

তিনি বলেন, প্রাথমিকভাবে এমন ৫৫ হাজার সৌদি প্রবাসীর তালিকা বাংলাদেশ সরকারকে হস্তান্তর করেছে দেশটি।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ইতিমধ্যে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যেসব রোহিঙ্গা সৌদি আরবে গেছে তাদের পাসপোর্ট রি-ইস্যু করবে বাংলাদেশ।

পাশাপাশি রোহিঙ্গা সঙ্কট সমাধানে সৌদি আরব বাংলাদেশের পাশে থাকবে এমন প্রত্যাশাও করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর