প্রতিটি উপজেলায় স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

হাওর বার্তা ডেস্কঃ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, দেশের প্রতিটি জেলা-উপজেলায় স্টেডিয়াম তৈরি করা হবে। যুবসমাজকে বিপদগামীতার হাত থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নাই। দেশের যুবসমাজকে প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিটি উপজেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে।

শুক্রবার দুপুরে উত্তরা ৭ নম্বর সেক্টরে রবীন্দ্র সরণি এলাকায় অনলাইন ভিত্তিক মার্কেটপ্লেস ‘কী দরকার বিডি ডটকমের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসান।
‘কী দরকার বিডি ডটকম’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইসমাইল হোসাইনের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাইম ব্যাংকের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম মোল্লা, এশিয়ান গ্রুপের চেয়ারম্যান হারুন-উর-রশীদ।

এতে আরও বক্তব্য দেন উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহম্মেদ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসাইন, শ্রমিকলীগ নেতা মাজেদ খান, শেখ মামুন সরকার প্রমুখ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর