ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের ছাত্র এইচএসসি পরীক্ষার্থী মোহতাসিন বিল্লাহ শাকিল হত্যাকান্ডের মূলহোতা জামিল হোসেন পিয়াস ওরফে এল. পিয়াস, আসাদুজ্জামান পিয়াস ও সিয়ারত ইয়াসিন তোবাসহ ৩ কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে কোতোয়ালী পুলিশ।
মঙ্গলবার দুপুওে প্রেস ব্রিফিংয়ে জানান কোতোয়ালী মডেল থানার পুলিশের সহকারী পুলিশ সুপার আব্দুর রশিদ জানান, সোমবার রাতে ময়মনসিংহের পাগলা থানা ও কিশোরগঞ্জের হোসেনপুর থানার সীমান্ত এলাকা থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই আশরাফুল ইসলাম তাদেরকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে ।
প্রাপ্ত তথ্য মতে, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের এইচএসসি পরীক্ষার্থী মোহতাসিন বিল্লাহ ওরফে শাকিলকে গত ২৮ জানুয়ারী বিকালে পার্শ্ববতী রয়েল মিডিয়া কলেজ ছাত্র জামিল হোসেন পিয়াসের নেতৃত্বে বিভিন্ন কলেজের শক্ষিার্থীরা (বন্ধুরা মিলে) ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় নিহতের পিতা এমদাদুল হক কোতোয়ালী মডেল থানায় মামলা নং ১০৭(১)১৬ দায়ের করে। মামলায় গ্রেফতারকৃতদেরসহ ১১ অজ্ঞাতদের আসামী করা হয়। হত্যাকান্ডের পর থেকে ঘাতকচক্র দ্রুত পালিয়ে যায়। শহরের সুনাম অর্জনকারী কলেজ ছাত্রকে প্রকাশ্য দিবালোকে খুনের ঘটনায় উল্লেখিত কলেজসহ একাধিক কলেজের শিক্ষক, ছাত্রছাত্রীরা খুনীচক্রকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবীতে গত রবিবার মানববন্ধন করে।
শাকিল হত্যাকান্ডের মূলহোতাসহ তিনজন গ্রেফতারের ঘটনায় কোতোয়ালী পুলিশ গতকাল মঙ্গলবার দুপুরে থানায় প্রেস ব্রিফিং করে। এ সময় কোতোয়ালী মডেল থানার পুলিশের সহকারী পুলিশ সুপার আব্দুর রশিদ ব্রিফিংয়ে বলেন, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদের ঘটনার বিস্তারিত স্বীকার করেছে। রিফাত নামের এক কলেজ ছাত্র এক ছাত্রীকে ইভটিজিং (উত্যক্ত) করে। এ ঘটনায় নিহত শাকিলসহ অন্যরা রিফাতকে মারধর করে। এ ঘটনায় রিফাতের বন্ধু জামিল হোসেন পিয়াস ওরফে এল পিয়াস সহ তার বন্ধুরা শাকিলকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। এদিকে শাকিল গত ২৮ জানুয়ারী কোচিং থেকে ফেরার পথে সৈয়দ নজরুল ইসলাম কলেজের কাছে আসামাত্র তাকে পিয়াসসহ অন্যরা মারধর করতে পারে এমন আশংকায় শাকিল তাদের সকলের বন্ধু সাগরকে খবর দেয়। সাগর কয়েক বন্ধু নিয়ে এসে ঘটনা মিটমাট করে দিতে পিয়াসকে খবর দেয়। দীর্ঘ সময়ে পিয়াস না আসায় শাকিল বাড়ী ফেরার পথে এল পিয়াসের নেতৃত্বে ১৪জনের একটি সস্ত্র নিয়ে তাকে ঘেরাও করে। এ সময় পিয়াস ছুরিকাঘাত করে শাকিলকে হত্যা করে।
সহকারী পুলিশ সুপার জানান, অন্যদেরকে গ্রেফতাররের চেষ্টা চলছে। এ সময় ওসি মোঃ কামরুল ইসলাম, তদন্তকারী অফিসার আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন। এদিকে সহপাঠি কলেজ ছাত্র বন্ধুকে হত্যাকারীচক্রের মূলহোতা ঘাতক এল পিয়াসসহ ৩জন গ্রেফতারের খবরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থীরা ভীড় জমায় কোতোয়ালী মডেল থানায়। এ সময় সহপাঠি গ্রেফতারকৃত ঘাতকদের কঠোর শাস্তি দাবী করেন।