হাওর বার্তা ডেস্কঃ আবারো যুক্তরাষ্ট্রের হাউজ অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ন্যান্সি পেলোসি। সামান্য ভোটের ব্যবধানে দ্বিতীয়বারের মত নির্বাচিত হয়েছেন ন্যান্সি।
নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে সঙ্গে কংগ্রেসের নির্বাচন হয়েছে। তাতে ডেমোক্রেটরা ২২২ টি আসন পেয়েছে। অন্যদিকে রিপাবলিকানরা পেয়েছে ২১২টি আসন। ফলে প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটরা সংখ্যাগরিষ্ঠতা পেলেও তা সংখ্যার হিসাবে খুব বেশি নয়।
এদিকে নির্বাচিত হওয়ার পর ন্যান্সি পেলোসি জানান, শপথ নিলাম, সঙ্গে সঙ্গে দায়িত্বটাও নিয়ে নিলাম। ব্যতিক্রমী এক জটিল সময়ে আমরা নতুন কংগ্রেসের দায়িত্ব নিলাম। করোনায় যুক্তরাষ্ট্রে কমপক্ষে তিন লাখ ৫০ হাজার মানুষ মারা গিয়েছেন। এ সময় আমরা দায়িত্ব নিচ্ছি।
অন্যদিকে ৫ জন ডেমোক্রেট ন্যান্সি পেলোসি ভোট দেননি। এর মধ্যে দু’জন ভোট দিয়েছেন ডেমোক্রেট দলের আইনপ্রণেতাদের, যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। অন্যদিকে তিনজন শুধু ‘উপস্থিত’ ভোট দিয়েছেন। তারা পক্ষে বা বিপক্ষে ভোট দেননি।
৪৩৫ জন হাউজের সদস্য হলেও ৪২৭ জন এবার ভোট দিয়েছেন। বাকিরা কেউ কেউ কোয়ারেন্টিনে থাকায় ভোট কম পড়েছে।
সূত্র: আল জাজিরা