হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
শোক বার্তায় এমপি তৌফিক বলেন, কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন। তিনি উপজেলা আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ ও সংগঠক ছিলেন।
এছাড়া জনপ্রতিনিধি থাকাকালীন সময়ে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। আব্দুল ওয়াহাব আইন উদ্দিন সব সময় এলাকার উন্নয়ন ও দলের চিন্তা করতেন। তাঁর মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি।
এমপি তৌফিক মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আজ শুক্রবার (২৫ ডিসেম্বর) রাত ৯ টা ৫০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন মৃত্যুবরণ করেন।