বিজয় দাস নেত্রকোনাঃ ক্তিযুদ্ধের সময় রাজাকারদের সহযোগিতায় পাকিস্তানি হানাদার বাহিনী এ দেশের বুদ্ধিজীবীদের হত্যা করে। আজ ও রাজাকারদের বংশাবলী আমাদের দেশে জীবিত আছে।তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাঙচুর করে ও স্বাধীনতা বিরোধী কাজ করে। রাজাকারদেরকে বলিষ্ঠ হাতে দমন করা এ সরকারের দায়িত্ব।
শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২০ পালন উপলক্ষে নেত্রকোনায় গত সোমবার দুপুরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এসব কথা বলেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, পৌরসভা মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মো: নুরুল আমীন তালুকদারসহ আরো অনেকে।