হাওর বার্তা ডেস্কঃ ফাইজারের উদ্ভাবিত করোনা ভ্যাকসিনকে অনুমোদন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনের কাছে সুপারিশ করেছেন মার্কিন বিশেষজ্ঞরা। মার্কিন স্থানীয় সময় বুধবার ২৩ সদস্যের বিশেষজ্ঞ প্যানেলের একটি বৈঠকের পর এই সুপারিশ করা হয়।
ফাইজারের করোনা ভ্যাকসিন ইতিমধ্যে যুক্তরাজ্য, কানাডা, বাহরাইন এবং সৌদি আরবে অনুমোদন পেয়েছে। আশা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্রেও অনুমোদন পাবে এই ভ্যাকসিন।
এদিকে ফাইজারের পক্ষ থেকে জানানো হয়েছে যে ডিসেম্বরের শেষেই তারা যুক্তরাষ্ট্রে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু করতে চায়।
বিশ্বের মধ্যে সবচেয়ে ভয়াবহভাবে করোনার সংক্রমণ ঘটেছে যুক্তরাষ্ট্রে। সেখানে এরই মধ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে এক কোটি ৫০ লাখ। মারা গেছেন কমপক্ষে দুই লাখ ৯৯ হাজার।