হাওর বার্তা ডেস্কঃ আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রামের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ মিঠুনকে। তার অধীনেই খেলবেন মুমিনুল হক, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকাররা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গাজী গ্রুপ চট্টগ্রামের কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী, গাজী ট্যাংক এবং প্রথম শ্রেণিতে খুলনা বিভাগ ও সিলেট বিভাগকে নেতৃত্ব দিয়েছেন মিঠুন। চট্টগ্রামকেও নিজের সেরাটি দিয়ে নেতৃত্ব দিবেন বলে জানিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ।
গাজী গ্রুপ চট্টগ্রাম স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, শামসুর রহমান, নাহিদুল ইসলাম, সৈকত আলী, মুমিনুল হক, রাকিবুল হাসান, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয় ও মেহেদি হাসান।