সরকারি বনভূমি সঠিকভাবে রেকর্ডভুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

হাওর বার্তা ডেস্কঃ অবৈধ দখলদারদের কবল থেকে সরকারি বনভূমি উদ্ধারের জন্য সরকার বিশেষ পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তর কার্যালয়ে ‘বনভূমির মালিকানা সংরক্ষণে সঠিকভাবে বনভূমি রেকর্ডভুক্তির বিষয়ে করণীয়’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা আয়োজন করে বন অধিদপ্তর ।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান এনডিসি। প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. তসলীমুল ইসলাম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. মো. বিল্লাল হোসেন, যুগ্মসচিব (বন) মো. আব্দুর রাজ্জাক সরকার প্রমুখ। কর্মশালায় বন সংরক্ষক ও বিভাগীয় বন সংরক্ষক পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, সরকারি সম্পত্তি বেআইনিভাবে কতিপয় লোকের হাতে থাকতে পারে না। বনের জমির অবৈধ দখলমুক্ত করার সরকারি এ উদ্যোগ অব্যাহত থাকবে।

দিনব্যাপী এ কর্মশালায় কয়েকটি অধিবেশনে সঠিকভাবে বনভূমি রেকর্ডভুক্তির লক্ষ্যে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর