ফর্বস ম্যাগাজিন ২০১৫ সালের বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর একশ নারীর তালিকা প্রকাশ করেছে। এতে বরাবরের মতো এবারও শীর্ষে আছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। আর দ্বিতীয় স্থানে আছেন ২০১৬ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন। দশ নাম্বারে আছেন যুক্তরাষ্ট্রের বর্তমান ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান ৫৯তম।
শীর্ষ দশে থাকা বাকি নারীরা হচ্ছেন যথাক্রমে মেলিন্ডা গেটস, জেনেট ইয়েলেন, ম্যারি বারা, ক্রিস্টিন লাগার্দ, দিলমা রউসেফ, শেরিল স্যান্ডবার্গ, সুসান উজসিসকি এবং মিশেল ওবামা। এবারের তালিকায় মোট ১৯ জন নতুন নারী যুক্ত হয়েছেন। এছাড়া তালিকায় ১১ নম্বরে আছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হু, অপরা উইনফ্রে ১২ নম্বরে এবং অ্যাঞ্জেলিনা জোলি ৫৪ নম্বরে।